Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

আইন শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করা। অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা । কৃষির উন্নয়নে ব্যবস্থা গ্রহন, বৃক্ষরোপন, মৎস্য ও পশুপালন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সাধন, কুঠির শিল্পের উন্নয়নে সহযোগিতা করণ, সেচ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন । পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটনো। স্থানীয় সম্পদের উন্নয়ন এবং তার ব্যবহার নিশ্চিত করা। সরকারী সম্পত্তি যথা রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন,বিদ্যু ইত্যাদি সংরক্ষন করা।  ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা । স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহিত করা। জন্ম-মৃত্যু, অন্ধ,ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা। প্রয়োজনীয় ক্ষেত্রে সকল রকমের শুমারী পরিচালনা করা। প্রতিবন্ধী, মাতৃত্বভাতা ও বয়স্কভাতা ভোগীর তালিকা প্রস্তত করণও উধ্বর্তন কর্তপক্ষ বরাবর দাখিল করা। ভি,জি,ডি ও ভি,জি,এফ এবং রিলিফ কার্যক্রম সম্পাদন করা, সকল প্রকার সার্টিফিকেট প্রতি সরকারী কর্মদিবসে অফিস সময়ে ইউপি কার্যালয় হইতে প্রদান করা।